জমশেরপুর গ্রামের ধনাঢ্য পরিবারের জনৈক তাজউদ্দিন আহমেদ নাজির ১৯০০ শতকের গোড়ার দিকে তাঁর নিজ বাড়িতে একটি টোল তৈরি করে এলাকার ছাত্রদের পড়াশোনার ব্যবস্থা করেন। পরে এটিকে ১৯১৭ সালে প্রাথমিক বিদ্যালয় এবং ১৯২৩ সালে জুনিয়র মাদ্রাসায় উন্নীত করা হয়।
তাজউদ্দিন নাজির আহমেদ ১৯২৬ সালে মৃত্যুবরণ করেন। তখন তাঁর সুযোগ্য পুত্র মৌলভী আবদুর রউফ বিএল দায়িত্বভার গ্রহণ করেন। ইতোমধ্যে তদানিন্তন বেঙ্গলে জুনিয়র মাদ্রাসা থেকে ১৯২৪ সালে বর্ণীর মৌলভী মোতাহার মেধাতালিকায় দ্বিতীয় স্থান এবং ১৯২৬ সালে রাইতলা গ্রামের হাফেজ আহম্মদ প্রথম স্থান অধিকার করে প্রতিষ্ঠানটির গৌরব ও সুনাম ছড়িয়ে দেন।
মৌলভী আবদুর রউফ সাহেব জুনিয়র মাদ্রাসাটির এই খ্যাতি কাজে লাগিয়ে ১৯৩০-এর দশকে ব্রাহ্মণবাড়িয়া মহকুমা ম্যাজিস্ট্রেট জনাব এন এম খান-কে দু’বার মাদ্রাসাটি পরিদর্শনে নিয়ে আসেন। তাঁর কঠোর কর্ম তৎপরতায় জুনিয়র মাদ্রাসাটি ১৯৪১ সালে হাই মাদ্রাসায় উন্নীত হয়ে ১৯৬১ সাল পর্যন্ত চলতে থাকে।
কিন্তু ১৯৫৮ সালে হাই মাদ্রাসা স্কিমটি বন্ধ হয়ে গেলে এটি হাইস্কুলে রূপান্তরিত হয় এবং ১৯৬০ সালে প্রথম ব্যাচ হিসাবে পরীক্ষার্থীরা মেট্রিক পরীক্ষা দেয়া শুরু করে। যারা হাই মাদ্রাসায় পড়াশোনা করতো তারা ১৯৬১ সাল পর্যন্ত বোর্ড পরীক্ষা দেয়ার সুযোগ পায় ।

Bangla, English, Math, Social Science, Science, Religion and Moral Education, ICT,
Read Online Book
Bangla, English, Math, Social Science, Science, Religion and Moral Education, ICT,
Read Online Book
Bangla, English, Math, Social Science, Science, Religion and Moral Education, ICT,
Read Online Book
Bangla, English, Math, Social Science, Science, Religion and Moral Education, ICT, Physics, Chemistry, Highermath, Biology,
Read Online Book
Science, Religion and Moral Education, ICT, Physics, Chemistry, Highermath, Biology,
Read Online Book
Head Teacher
+8801781669227